দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সরকার পরিচালিত কমিউনিটি কিচেনের মধ্যে থুতু ফেলে জরিমানা দিলেন এক বিজেপি বিধায়ক। ঘটনাটি ঘটেছে গুজরাতের রাজকোটে। করোনার সংক্রমণ ঠেকাতে যখন দেশজুড়ে প্রকাশ্যে থুতু ফেলা নিষিদ্ধ করা হয়েছে। তখন এহেন ঘটনা প্রকাশ্য আসার পরেই সমালোচনা শুরু হয়েছে দেশজুড়ে। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই পুরসভা ৫০০ টাকা জরিমানা করে ওই বিধায়কের।
পরিযায়ী শ্রমিক ও দুঃস্থ পরিবারগুলির মুখে খাবার তুলে দিতে বিভিন্ন জায়গায় কমিউনিটি কিচেনের ব্যবস্থা করেছে সরকার ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলি। অন্য জায়গার মতো রাজকোটেও এই ধরনের কমিউনিটি কিচেন খোলা হয়েছে। দুদিন আগে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক অরবিন্দ রায়ানি। আর তখনই গুটকা বা পানজাতীয় কিছু একটা খেয়ে রান্নার জায়গার পাশেই থুতু ফেলেন তিনি।
Support Free & Independent Journalism