Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

১০০ গ্রাম জলে ৫০ মিলিমিটার গোমুত্র! করোনা তাড়াতে বিজেপি বিধায়কের দাওয়াই

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনাকে কুপোকাত করতে এবার আজব নিদান নিয়ে হাজির বিজেপি বিধায়ক। গোমূত্র পান করলে করোনাভাইরাস কেন, কোনও মহামারীই ছুঁতে পারবে না বলে স্পষ্ট জানালেন উত্তরপ্রদেশের বালিয়ার বিধায়ক সুরেন্দ্র সিং। শুধু তাই নয়, ঠিক কীভাবে এবং কতটা পরিমাণে এই গোমুত্র খেলে হাতেনাতে ফল মিলবে, তাও দেখিয়ে দিলেন এই নেতা।

উত্তরপ্রদেশের এই বিধায়কের গোমুত্র খাওয়ার ভিডিয়ো ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। কেমনভাবে খেতে হবে গোমুত্র? তিন মিনিট ৫৮ সেকেন্ডের সেই ভিডিয়োতে সকলকে হাতে-কলমে দেখিয়ে দিয়েছেন সুরেন্দ্র সিং। ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, প্রতিদিন সকালে ব্রাশ করার পর ঠান্ডা জলে পাঁচ ছিপি গোমূত্র মিশিয়ে খান। সেই গোমূত্র খেলেই করোনাভাইরাসের মতো মহামারীর বিরুদ্ধে লড়াই করা যাবে। শুধু তাই নয়, হৃদরোগ সহ যে কোনও ধরনের রোগের বিরুদ্ধে গোমূত্র কার্যকরী হবে বলেও দাবি করেন তিনি। এরপরই বিধায়ক জানান, ১০০ গ্রাম ঠান্ডা জলে ৫০ মিলিমিটার গোমূত্র দিতে হবে। তিনি আরও বলেন, ‘খালি পেটে পান করে ৩০ মিনিট কিছু খাওয়া চলবে না।’

গোমুত্রের কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে কিনা, তা নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নন সুরেন্দ্র সিং। তিনি বলেন, ‘গোমুত্র পান করে আমি ১৮ ঘণ্টা সমাজে থাকি, আপনাদের মধ্যে থাকি, তারপরও স্বাস্থ্যবান আছি। আমার অনুভব আপনাদের জানানোর চেষ্টা করছি।’ সঙ্গে তিনি আরও বলেন, ‘বিজ্ঞান এটা স্বীকার করুক বা না করুক, বিজ্ঞানের এত উন্নতির পরও যখন পুরো দুনিয়ার এত লাখ লাখ মানুষ মারা যাচ্ছেন, তখন আমি তো মানব যে এই মহামারীর সামনে বিশ্বের বিজ্ঞান, চিকিৎসা পদ্ধতি পুরোপুরি ব্যর্থ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভগবানের নাম নিয়ে পুরনো ঐতিহ্য পালন করতে হবে।’

 

 

Leave a Reply

error: Content is protected !!