দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষক নেতাদের ফাঁসি ও গুলি করে মারার দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জর। সাধারণতন্ত্র দিবসে লালকেল্লার ঘটনায় যে নেতারা জড়িত তাদেরকে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে ফাঁসির আবেদন জানিয়েছেন তিনি।। শুধু তাই নয়, তাঁর আরও দাবি দিল্লি সীমান্তে অবস্থানকারীদের মধ্যে যাঁরা হিংসার সঙ্গে জড়িত তাঁদের চিহ্নিত করে পুলিশকে ‘শ্যুট অ্যাট সাইটে’র নির্দেশ দেওয়া হোক।
দিল্লির পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব জানিয়েছেন, এখনও পর্যন্ত এই ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে ৫০ জনকে।