Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

সিএএ’র নামে মতুয়া কার্ড বিলি করে কোটি কোটি টাকা তুলেছে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, অভিযোগ মমতাবালার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সিএএ’র নামে মতুয়া কার্ড বিলি করে কোটি কোটি টাকা তুলেছে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, গেরুয়া শিবিরের সাংসদের নামে এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। মঙ্গলবার সংসদে নাগরিকত্ব আইন লাগু করার বিষয়টি পিছিয়েছে। তারই প্রতিক্রিয়ায় মঙ্গলবার ঠাকুরবাড়িতে সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তিনি বলেন, “সংশোধিত নাগরিকত্ব আইন আমাদের লাগবে না । মতুয়াদের সঙ্গে প্রতারণা করছে বিজেপি । মতুয়াদের ভাঁওতা দিচ্ছে । মানুষ ওদের বিশ্বাস করবে না।”

মমতাবালা আরও বলেন, “২০২১ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন । মতুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে । মতুয়াদের জন্য উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।” সম্প্রতি মমতাবালার সঙ্গে সুর মিলিয়ে নিঃশর্তে নাগরিকত্ব চেয়েছেন শান্তনু ঠাকুর । সেই প্রসঙ্গে মমতাবালা ঠাকুর বলেন, “শান্তনুর হয়তো সৎবুদ্ধি হয়েছে । গাধা জল খায়, ঘুলিয়ে ঘুলিয়ে খায় । শান্তনুরও দশা হয়েছে তাই ।”

মমতাবালার অভিযোগ, “মতুয়া কার্ড বিলি করে শান্তনু কোটি কোটি টাকা তুলেছে । বিজেপি নেতারা ঘটনার তদন্ত করুক । তাহলে তাঁরা বুঝবেন শান্তনু কী করছেন ।”

বিজেপির একটা অংশ মমতাবালা বিজেপিতে যোগ দিচ্ছেন বলে প্রচার করছে । রাজ্যের বাইরের মতুয়ারাও মমতাবালাকে বিজেপিতে যোগ দিতে আহ্বান জানিয়েছেন । নিজেই জানালেন সাংসদ ৷ বললেন, “তৃণমূল আমাকে সম্মান দিচ্ছে । যতদিন সম্মান দিচ্ছে ততদিন বিজেপিতে যাওয়ার প্রশ্নই ওঠে না ।”

 

Leave a Reply

error: Content is protected !!