Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

বিজেপি খুন, হিংসার রাজনীতি করে, তৃণমূল গান্ধীবাদী দল : ফিরহাদ হাকিম

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপি খুন, হিংসার রাজনীতি করে, তৃণমূল গান্ধীবাদী দল, গেরুয়া শিবিরকে আক্রমণ করে এমনটাই বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার হলিশহরে দলীয় এক কর্মসূচিতে তিনি বিজেপি কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গিয়কে পালটা তোপ দগেন। ফিরহাদ বলেন, ‘খুন, হিংসার রাজনীতি বিজেপি করে। তৃণমূল হিংসা সমর্থন করে না। আমরা গান্ধীবাদী দল।’

শনিবার সন্ধেবেলা ‘গৃহ সম্পর্ক অভিযানে’ বেরিয়ে দুষ্কৃতী হামলার মুখে পড়ে প্রাণ হারান হালিশহরে বিজেপির বুথ সভাপতি সৈকত ভাওয়াল। এরপর কৈলাস বিজয়বর্গীর দাবি, পশ্চিমবঙ্গে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এদিকে, শাসকদলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের পালটা জবাবও দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

তাঁর পালটা দাবি, ‘পশ্চিমবঙ্গে নয়, কৈলাস বিজয়বর্গীয় যেখানকার বাসিন্দা, সেখানে আতঙ্কের পরিবেশ রয়েছে। ওখানে একটা রাজনৈতিক সমস্যা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে, কারা দায়ী। সেইমতো ব্যবস্থা নেওয়া হবে।’

 

Leave a Reply

error: Content is protected !!