দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। সম্বিতের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
একাধিক সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরেই জ্বর ও সর্দি কাশির উপসর্গ ছিল সম্বিত পাত্রের। সেই কারণে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। বিজেপির জাতীয় মুখপাত্রদের মধ্যে উল্লেখযোগ্য মুখ সম্বিত পাত্র।
More gale valo hobe…Ekta jknu khota hutt kore Deshdrohii Boloa Lokmorbe