Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

প্রথম ছয় থেকে বাদ বিজেপি! সমীক্ষা রিপোর্টে অ-বিজেপি মুখ্যমন্ত্রীদেরই জয়জয়কার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কংগ্রেসমুক্ত ভারত গড়ার ডাক দিয়েছিলেন মোদী-শাহরা। কিন্তু মোদীর ছ-বছরে বিজেপি কংগ্রেসমুক্ত ভারত গড়তে পারেনি। বিজেপি রাজ্যে রাজ্যে হেরেছে, যেসব রাজ্যে ক্ষমতায় রয়েছেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও পারফরম্যান্স নিকৃষ্ট।

সি ভোটার সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছিল গোটা দেশজুড়ে। এই মুহূর্তে কে সেরা মুখ্যমন্ত্রী। আর কে-ই বা নিকৃষ্টতম মুখ্যমন্ত্রী। জনতার মধ্যে সমীক্ষা চালিয়ে সন্তুষ্টিকরণের ভিত্তিতে এই সমীক্ষা রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এই সমীক্ষা রিপোর্ট দেখা যাচ্ছে বিজেপির কোনও মুখ্যমন্ত্রী নেই প্রথম ছয়ে।

প্রথম ছ-স্থানেই রয়েছে অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বিজেডির নবীন পট্টনায়ক থেকে শুরু করে আপের অরবিন্দ কেজরিওয়ালরা রয়েছেন এই ছটি স্থানে। রয়েছেন কংগ্রেসের ভূপেশ বাঘেল, কেরালার পিনারাই বিজয়ন, অন্ধ্রপ্রদেশের জগন্মোহন রেড্ডি ও উদ্ধব ঠাকরে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!