দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দুর্নীতি, তোলা আদায় সহ একাধিক অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, অবশেষে চাপে পড়ে বিজেপির ফালাকাটার নেতা আবুল হোসেনকে বহিষ্কার করল দল। বিজেপি সুত্রে খবর, তাঁকে সকল দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আবুল হোসেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির বিজেপি দলের নির্বাচিত সদস্য।
আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক দীপক বর্মন জানান, আবুল হোসেন হলেন নির্বাচিত সদস্য। তাঁর অনেক দায়িত্ব বর্তায় জনগণের প্র্তি ও দলের প্র্তি। তার বিরুদ্ধে দুর্নীতি, তোলা আদায় সহ একাধিক অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আসে দলের কাছে। এরপর দল তাকে কারণ দর্শাতে বলে। তার জবাবে দল সন্তুষ্ট না হয়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। জেলা সভাপতির আদেশক্রমে তাকে বহিষ্কার করা হয়। বিজেপিতে দুর্নীতি তোলাবাজদের কোন স্থান নেই।