Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বাংলায় ৭৫ লাখ চাকরির প্রতিশ্রুতি বিজেপির, এদিকে ত্রিপুরায় চাকরিচ্যুত হয়ে ৮ দিন ধরে গণ অবস্থানে হাজার হাজার শিক্ষক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাংলায় ক্ষমতায় এলে সম্প্রতি ৭৫ লাখ চাকরির প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। কিন্তু এদিকে আবার বিজেপি শাসিত ত্রিপুরায় চাকরিচ্যুত হয়ে ৮ দিন ধরে কনকনে শীতে খোলা আকাশের নীচে রাস্তায় গণ অবস্থানে হাজার হাজার শিক্ষক। আগরতলায় সিটি সেন্টারের সামনে রাস্তার পাশে কয়েক হাজার চাকরিচ্যুত শিক্ষক–‌শিক্ষিকার অনির্দিষ্টকালের গণ অবস্থান ৮ দিন পার করল। চাকরি ফিরে পাওয়ার দাবিতে এবং মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের প্রতিশ্রুতি রক্ষার দাবিতে এই অবস্থান।

শিক্ষকদের অনেকের সঙ্গেই রয়েছেন পরিবারের লোকজন। ছোট্ট শিশুরাও তাদের বাবা মায়ের সঙ্গে দিনরাত ফুটপাতে কাটাচ্ছে। এখানেই খাচ্ছে, রাতের কনকনে শীতে কুঁকড়ে ঘুমোচ্ছে ! তবু কোনও সহানুভূতি দেখাচ্ছে না বিজেপি জোট সরকার।

প্রসঙ্গত, এঁরা সবাই ৬ থেকে ১০ বছর ধরে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে নিয়মিত চাকরি করেছেন। সুপ্রিম কোর্টের এক রায়ের জেরে এ বছরের ৩১ মার্চ থেকে সরকরি নির্দেশে চাকরিচ্যুত। অস্নাতক, স্নাতক এবং স্নাতকোত্তর মিলিয়ে তাঁদের মোট সংখ্যা ছিল ১০,৩২৩। অনেকে অন্য চাকরিতে চলে যাওয়ায় সংখ্যাটা কমে দাঁড়িয়েছিল ৯ হাজারের কাছাকাছি। চাকরিচ্যুত হওয়ার পর মানসিক অবসাদের জেরে এ পর্যন্ত ৭৬ জন শিক্ষক–‌শিক্ষিকার মৃত্যু হয়েছে। কয়েক জন গলায় দড়িও দিয়েছেন।

 

 

Leave a Reply

error: Content is protected !!