Tuesday, December 3, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ফের মিথ্যা প্রমাণিত বিজেপি! ‛পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের ভিডিওটি ভুয়ো, জানাল ফেসবুক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অসমের শিলচর বিমানবন্দরে বৃহস্পতিবার এআইইউডিএফ-সুপ্রিমো বদরুদ্দিন আজমলের অভ্যর্থনায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান তুলেছেন তাঁর সমর্থকরা। এই অভিযোগ করে শুক্রবার একটি ভিডিও পোস্ট করেন বিজেপি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এরপর থেকেই এ নিয়ে সরগরম রয়েছে গোটা রাজ্য। অনেকেই ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। এ দিন ফেসবুকের তরফেও দাবি করা হয়, ভিডিওটি সঠিক নয়। ফেসবুক এ দিন হিমন্ত বিশ্ব শর্মার পোস্টের উপরই ভিডিওটি জাল বলে উল্লেখ করেছে।

ফেসবুকের সহযোগী অপর একটি সংস্থা বুম লাইভ ভিডিওর সত্যাসত্য নিয়ে একটি তদন্ত করেছে। সেখানেই প্রকাশ, এই ভিডিওতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ ধ্বনি তোলার দাবিটি ভুল। বুম লাইভ ওইদিন বিমানবন্দরে আজমলের অভ্যর্থনা চলাকালীন বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছে। ওই ভিডিওগুলি দেখিয়ে বুম লাইভের বক্তব্য, ওইদিন ‘আজিজ ভাই জিন্দাবাদ’, ‘আজিজ খান জিন্দাবাদ’ এই ধ্বনিগুলি দিয়েছে উপস্থিত লোকেরা। বদরুদ্দিন আজমলের নামেও জিন্দাবাদ ধ্বনি দিয়েছে তাঁর সমর্থকেরা। কিন্তু ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান উঠেনি। বদরুদ্দিন আজমল ও তাঁর দল এআইইউডিএফের পক্ষ থেকে অবশ্য শুক্রবারই দাবি করা হয়েছিল যে, হিমন্তের দাবি সঠিক নয়। এমন কোনও স্লোগান সেখানে ওঠেনি।

 

Leave a Reply

error: Content is protected !!