দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সিএএ এনআরসির বিরুদ্ধে আন্দোলনে দেশের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল শাহিনবাগ। সেই সময় আন্দোলনরতদের উপর প্রকাশ্যে গুলি চালিয়েছিল হিন্দু সন্ত্রাসী কপিল গুজ্জর।
সেই সন্ত্রাসীকেই দলে নিল বিজেপি। তারপরেই ব্যাপক ভাবে সমালোচিত হতে থাকে বিজেপি। শেষে সমালোচনার মুখে পড়ে যোগ দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই সন্ত্রাসী গুজ্জরকে দলথেকে বহিষ্কার করল বিজেপি। অবশ্যই বিজেপিতে সন্ত্রাসী, খুনি, ধর্ষক কিংবা চোরদের যোগদান এই প্রথম নয়, এর আগেও একাধিক এই ধরনের লোকদের দলে নিয়ে পড় পদ দিয়েছে গেরুয়া শিবির।
জানা গেছে, গুজ্জরকে এদিন স্বাগত জানান বিজেপির গাজিয়াবাদের দফতরের সদস্যরা। গৈরিক দলে যোগদানের পর গুজ্জর বলেন, বিজেপি একমাত্র দল, যারা হিন্দুদের হয়ে কাজ করে। এজন্য তিনি এই দলে যোগ দিলেন।এ ব্যাপারে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বিজেপি শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকালে যোগদানের সময় কারা কারা উপস্থিত ছিলেন, সে সম্পর্কে তাঁদের কিছু জানা ছিল না।
গুজ্জরকে দলে সামিল করা নিয়ে অনেক মানুষ প্রশ্ন তোলেন। এরই পরিপ্রেক্ষিতে সাফাই দিয়ে বিজেপির সংশ্লিষ্ট শাখা বিবৃতি জারি করে বলেছে, আজ বিএসপি থেকে কয়েকজন তরুণ বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ছিলেন কপিল গুজ্জর। আমরা তাঁর বিতর্কিত শাহিনবাগ সংক্রান্ত ঘটনা সম্পর্কে অবগত ছিলাম না। পুরো ঘটনা জানার পর দলে তাঁর সদস্যপদ বাতিল করা হয়েছে।
গুজ্জরের বিজেপিতে যোগদানের পরই গত ফেব্রুয়ারিতে তাঁর গ্রেফতারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শাহিনবাদে বিক্ষোভস্থলের কাছে শূন্যে দুই রাউন্ড গুলি চালিয়েছিলেন কপিল গুজ্জর। তিনি প্রতিবাদ মঞ্চের কাছে পুলিশের ব্যারিকেডের সামনে গুলি চালিয়েছিলেন। পরে তাঁকে গ্রেফতার করে হেফাজতে নেয় পুলিশ। পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় তাঁকে বলতে শোনা গিয়েছিল, আমাদের দেশে শুধু হিন্দুদের আওয়াজ থাকবে, অন্য কারুর নয়।