দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে হিন্দুত্ববাদী তাস খেলল বিজেপি। হিন্দু মহাসভার প্রয়াত নেতা বীর সাভারকরকে ভারতরত্ন দেওয়া হবে বলে ঘোষণা করছে বিজেপি। মঙ্গলবার প্রকাশিত বিজেপির নির্বাচনী ইশতেহারে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এছাড়া রাজ্যের দুই সমাজ সংস্কারক জ্যোতিরাও ফুলে ও সাবিত্রী ফুলেকেও ভারতরত্ন দেওয়ার কথা বলা হয়েছে বিজেপির ইশতেহারে। গত সেপ্টেম্বরেই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে দাবি করেছিলেন, সাভারকরকে ভারতরত্ন দেওয়া উচিত। সাভারকরকে ‘যথাযোগ্য সম্মান’ দেওয়ার দাবি তুলেছিল বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনও।