Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

‌ওয়াশিং পাউডার বিজেপি! গেরুয়া হতেই শুভেন্দুর নারদের ভিডিও মুছল দলের ইউটিউব

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কদিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল নেতা শুভেন্দু আধিকারী। তার পরেই শুভেন্দুর এককালের নারদ স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ বিজেপির ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করল দল। কংগ্রেস শীর্ষনেতৃত্বের খোঁচা, ‘‌ওয়াশিং পাউডার বিজেপি’‌। তৃণমূলের অভিযোগ, ‌সমস্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করেছে বিজেপি।‌

গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি–র রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে নারদ কাণ্ডের ভিডিও দেখান বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং। তিনি তখন পশ্চিমবঙ্গে বিজেপি–র পর্যবেক্ষক ছিলেন। সেই নারদ–কাণ্ডে অভিযুক্ত মুকুল রায় এবং শোভন চট্টোপাধ্যায় আগেই বিজেপি–তে যোগ দিয়েছেন। যদিও তাঁদের যোগদানের পর সেই ভিডিও থেকে গিয়েছিল বিজেপি–র নিজস্ব ইউটিউব চ্যানেলে।

এবার আর এক অভিযুক্ত শুভেন্দু শনিবার অমিত শাহর উপস্থিতিতে বিজেপি–তে যোগদান করেন। তার পরেই সেই ভিডিও মুছে দিল বিজেপি। বিষয়টি এড়িয়ে গিয়েছেন বিজেপি–র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তাঁরা বলেছেন, এ বিষয়ে কিছু জানেন না। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালবিয়া কোনও প্রতিক্রিয়া জানাননি।

কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালার কটাক্ষ, ‘বিজেপি কি ওয়াশিং পাউডার–এর কাজ করে!’ রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, ‘বিজেপি রাজনৈতিক কারণেই ওই ভিডিও রেখেছিল, রাজনৈতিক কারণেই তা তুলে নিয়েছে। নারদের ধুয়ো তুলে ভয় দেখিয়ে কাজ হাসিল করা ওদের বোধহয় হয়ে গিয়েছে!’

 

Leave a Reply

error: Content is protected !!