Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

জয় শ্রীরাম শ্লোগান দিয়ে ধর্ষণ করছে বিজেপি-আরএসএস কর্মীরা, মন্তব্য কল্যাণের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: জয় শ্রীরাম শ্লোগান দিয়ে ধর্ষণ করছে বিজেপি-আরএসএস কর্মীরা, গেরুয়া শিবিরের বিরুদ্ধে এমনই মন্তব্য করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার হুগলির বৈদ্যবাটিতে তৃণমূলের একটি জনসভায় যোগ দেন কল্যাণ। সেখানেই গেরুয়া শিবিরের নেতাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন তিনি। তিনি বলেন, ‘কয়েকজন ধর্মগুরু মাথায় পাগড়ি বেঁধে, লাল ফেটি বেধে, জয় শ্রীরাম বলছে যারা তারা ধর্ষণে অভিযুক্ত, তাদের ক্ষেত্রে বিজেপি আরএসএস কোনও আন্দোলন করেনি, অভিযুক্তরা ওদেরই লোক।’

শ্রীরামপুরের সাংসদ বলেন, বিজেপির লোকজন মুখে জয় শ্রীরাম বলছে. আর ধর্ষণ করছে। তাঁর প্রশ্ন, “ধর্ষণে অভিযুক্ত পন্ডিতদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের কেন কালো ব্যাজ পড়ে আন্দোলনে নামতে দেখা যায় না?” তার উত্তর্ত দিয়েছেন কল্যাণ, তৃণমূল সাংসদের কথায়, কারণ এই পন্ডিতরা ওই দলেই অন্তর্ভুক্ত। এই লোকেরা গেরুয়া পোশাক পড়ে মুখে জয় শ্রী রামের বুলি ফুটিয়ে ধর্ষণ ও গুণ্ডামির মত ঘটনা ঘটিয়ে চলেছে।

 

 

Leave a Reply

error: Content is protected !!