Thursday, September 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

যারা রামমন্দিরের জন্য চাঁদা দিচ্ছে, বিজেপি-আরএসএস নাৎসিদের মতো তাদের বাড়ি চিহ্নিত করে রাখছে: কুমারস্বামী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: যারা রামমন্দিরের জন্য চাঁদা দিচ্ছে, বিজেপি-আরএসএস নাৎসিদের মতো তাদের বাড়ি চিহ্নিত করে রাখছে, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। সোমবার তিনি বলেন, যাঁরা চাঁদা দিচ্ছেন, তাঁদের বাড়ি চিহ্নিত করে রাখা হচ্ছে। জেডি এস নেতার অভিযোগ, নাৎসি জার্মানিতেও একই কৌশল অবলম্বন করা হয়েছিল। অভিযোগ উড়িয়ে দিয়েছে আরএসএস।

কয়েকটি টুইট করে কুমারস্বামী বলেন, জার্মানিতে যখন নাৎসি পার্টি তৈরি হয়েছিল, তখনই ভারতে আরএসএস তৈরি হয়। তিনি লিখেছেন, “যতদূর মনে হচ্ছে, যাঁরা রামমন্দির নির্মাণে চাঁদা দিচ্ছেন তাঁদের বাড়িগুলি আলাদা করে চিহ্নিত করে রাখা হচ্ছে। হিটলারের আমলে জার্মানিতে নাৎসিরাও তাই করেছিল। তখন লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন।”

জেডি এস নেতা উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, আরএসএস যদি নাৎসিদের নীতি অনুযায়ী কাজ করে, তাহলে খুবই বিপদ হবে। ইতিমধ্যেই দেশের মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কুমারস্বামীর মতে, দেশ জুড়ে অঘোষিত জরুরি অবস্থা জারি হয়েছে। মানুষ স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারছে না। সংবাদমাধ্যমের স্বাধীনতাও আগামী দিনে থাকবে কিনা, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। একটি টুইটে কুমারস্বামী লিখেছেন, ‘পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, তাতে মনে হয়, আগামী দিনে এদেশে সবকিছুই ঘটতে পারে।’

 

 

 

Leave a Reply

error: Content is protected !!