Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

সৈকতে ধর্ষণে ঘুরিয়ে নির্যাতিতাকেই দোষারোপ, বিতর্কে বিজেপি শাসিত গোয়ার মুখ‍্যমন্ত্রী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সারা রাত নাবালকরা সৈকতে ঘুরছিল কেন?‌ গোয়ার সৈকতে দুই কিশোরীর গণধর্ষণ নিয়ে এই মন্তব্যই করলেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। এমনকী তাদের অভিভাবকদের দিকেও আঙুল তুলতে ছাড়লেন না। দোষ চাপালেন। স্পষ্ট জানিয়ে দিলেন, এজন্য পুলিশ প্রশাসনকে দোষ দিয়ে লাভ নেই। আর এই মন্তব্যের জেরেই তুমুল বিতর্ক। বিরোধীরা একহাত নিল গোয়ার বিজেপি সরকারকে।

গোয়ার বেনোলিম সৈকতে পার্টি করছিল কয়েক জন কিশোর, কিশোরী। ছেলেদের মারধর করে দুই কিশোরীকে ধর্ষণ করে চার জন। তাদের মধ্যে আবার এক জন সরকারি কর্মীও ছিল। সে নিজেকে পুলিশ বলে পরিচয় দেয়। এই ঘটনাতেই বিরোধীরা অভিযোগ করেছে, বিজেপি–র আমলে গোয়ায় নারী নিরাপত্তা নিম্নমুখী।

 

অভিযোগ উড়িয়ে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, ‘‌যখন ১৪ বছরের এক কিশোর–কিশোরী সারা রাত সৈকতে পার্টি করে, তখন অভিভাবকদের সমীক্ষা করা দরকার। শুধুমাত্র বাচ্চারা কথা শোনে না বলে আমরা পুলিশ আর প্রশাসনের ওপর দায় চাপাতে পারি না।’‌ এখানেই থামেননি তিনি। বলেছেন, এটা অভিভাবকদের কর্তব্য বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করা।

তাঁর কথায়, ‘এই বিষয়টাই তুলে ধরতে চাই, যে ১০ জন পার্টি করতে গিয়েছিল। তাদের মধ্যে ২ জন কিশোর, ২ জন কিশোরী সারা রাত সৈকতে থেকে গেল। অপ্রাপ্তবয়স্কদের এভাবে সারা রাত সৈকতে কাটানো উচিত নয়।’‌ কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার কথায়, ‘‌মুখ্যমন্ত্রীর এখনই ইস্তফা দিয়ে বাড়ি যাওয়া উচিত, এ ধরনের মন্তব্যের জন্য।’‌

গোয়ার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজয় সরদেশাই বলেন, ‘এটাই তো গোয়া। এখানে সৈকতে আনন্দ করতেই সবাই আসেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সুবাদে ওঁর বলা উচিত ছিল, আমাদের রাজ্য এত সুরক্ষিত যে আপনারা রাতেও বেড়াতে পারেন। তা না করে মেয়েদের চরিত্র নিয়েই প্রশ্ন তুলছেন। এর ফলে রাজ্যের পর্যটন ব্যবস্থা ভেঙে পড়তে পারে।’

Leave a Reply

error: Content is protected !!