দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপি শাসিত রাজ্যগুলি ধর্ষণের উপকেন্দ্র, এমনটাই মন্তব্য করলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। তিনি ট্যুইটারে লিখেছেন, “বিজেপি শাসিত রাজ্যগুলি ধর্ষণের উপকেন্দ্র হিসাবেই চিহ্নিত হচ্ছে, সেখানে দিদির কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রপুঞ্জ থেকে পুরস্কার পেয়েছে৷”
সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে কৌশানি সোশ্যাল মিডিয়ায় তাঁর দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি ভিডিও বার্তা পোস্ট করেন৷ কৌশানি সেখানে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা নেত্রী যিনি বিশ্বে বাংলা তথা ভারতের নাম উজ্জ্বল করেছেন৷”