দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: জুলাইয়ে রাজ্যগুলির জন্য ১২ কোটি ভ্যাকসিন পাঠাচ্ছে কেন্দ্র। আর এই ১২ কোটি ভ্যাকসিনের মধ্যে সবথেকে বেশি করোনার টিকা পাচ্ছে যোগী রাজ্য উত্তরপ্রদেশ। বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে ৯০ লক্ষ করোনার টিকা। মহারাষ্ট্র এবং বিহারেও বাংলার তুলায় বেশি করোনার টিকা পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। আর এই বিষয় নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলছে রাজ্য সরকার। যোগী রাজ্য উত্তরপ্রদেশ পাচ্ছে ১ কোটি ৯১ লক্ষের বেশি ডোজ। ১ কোটি ১৫ লক্ষ ভ্যাকসিনের ডোজ পাচ্ছে মহারাষ্ট্র। ভ্যাকসিন বরাদ্দের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। তৃতীয় স্থানে রয়েছে বিহার। বিহারের জন্য কেন্দ্র বরাদ্দ করেছে ৯২ লক্ষ ভ্যাকসিনের ডোজ। আর বাংলা রয়েছে চতুর্থ স্থানে। বাংলার জন্য কেন্দ্র বরাদ্দ করেছে ৯০ লক্ষ ভ্যাকসিনের ডোজ। আর বাংলা থেকে কেন্দ্রের কাছে চাওয়া হয়েছিল ৩ কোটি ভ্যাকসিনের ডোজ। তা দিচ্ছে না কেন্দ্র।
প্রসঙ্গত, কেন্দ্রের তরফে জানানো হয়েছে এই ১২ কোটি ভ্যাকসিনের মধ্যে ১২ কোটি থাকছে কোভিশিল্ড ভ্যাকসিনের ডোজ। আর ২ কোটি থাকছে কোভ্যাকসিনের ডোজ। বাংলার জন্য যে ৯০ লক্ষ ভ্যাকসিনের ডোজ পাঠাচ্ছে কেন্দ্র তার মধ্যে কোভিশিল্ড থাকছে ৭৫ লক্ষ এবং ১৫ লক্ষ থাকছে কোভ্যাকসিন। আর এই ৯০ লক্ষ ভ্যাকসিনের মধ্যে ২২ লক্ষ ভ্যাকসিন যাবে বেসরকারি হাসপাতালগুলিতে। রাজ্যে বেশ কয়েকদিন ধরেই করোনা টিকার আকাল দেখা দিচ্ছে। কলকাতা পুরসভা এলাকার অনেক স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণ বন্ধ রাখা হয়েছে। কয়েকটি জায়গায় শুধু করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, পশ্চিমবঙ্গের চেয়ে ছোট রাজ্যকে বেশি টিকা দেওয়া হচ্ছে। অথচ বাংলার জন্য টিকার বরাদ্দ বাড়ানো হচ্ছে না। বাংলার সঙ্গে বঞ্চনা করছে কেন্দ্র।
এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘পশ্চিমবঙ্গ প্রচুর ভ্যাকসিন পাচ্ছে। কেন্দ্রীয় সরকার কোনও বঞ্চনা করছে না। রাজ্য সরকার ভ্যাকসিন নিয়ে মিথ্যা কথা বলছে। কেন্দ্রকে বলেছি আরও ভ্যাকসিন বরাদ্দ করতে রাজ্যের জন্য।’