Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

দেশে সরকার চালাচ্ছে বিজেপি, এদিকে বিদেশ থেকেই দিল্লিতে দাঙ্গা লাগিয়ে দিলেন জাকির নায়েক!

মোদী সরকার কি তবে ঘুমিয়ে থাকে? প্রশ্ন সোশ্যাল মিডিয়ায়

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লি হিংসায় কি মদত জুগিয়েছিলেন জনপ্রিয় ইসলাম প্রচারক ডাঃ জাকির নায়েক? ফেব্রুয়ারি মাসের সেই অশান্তিতে মদতদাতাদের সঙ্গে জাকির নায়েকের যোগাযোগ স্থাপনের জোর অপচেষ্টা চালানো হচ্ছে। এমনকী, বিদেশ থেকে অর্থের জোগান দেওয়ার বিষয়টিও ক্রমশ স্পষ্ট হচ্ছে বলে দাবি দিল্লি পুলিশ ও দেশের বিকিয়ে যাওয়া একাংশ ‛তোতা পাখি’ মিডিয়ার।

দিল্লি পুলিশের স্পেশাল সেল তাঁদের তদন্তের রিপোর্টে বলেছে, দিল্লি হিংসায় সন্দেহভাজন খালিদ সইফির সঙ্গে ডাঃ জাকির নায়েকের সরাসরি যোগাযোগ ছিল। এমনকী, মালয়েশিয়ায় গিয়ে জাকিরের সঙ্গে দেখা করেছিলেন সইফি। আপাতত হাজতে রয়েছেন খালিদ সইফি। তবে করোনা আবহে তাঁকে জেরা করতে পারেনি পুলিশ। প্রশ্ন উঠেছে, দিল্লি পুলিশ খালিদকে জেরা না করেই কেস সলভ করে ফেলল?

সোশ্যাল সাইটে দিল্লি দাঙ্গার খবর চাউর হতেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে, খালিদ যদি ক্রিকেটার গৌতম গম্ভীরের অটোগ্রাফ নিতেন, তবে কি দিল্লি দাঙ্গায় গম্ভীরকেও দায়ী করা হত। একজন নেটিজেনের কড়া প্রশ্ন, জাকির নায়েক মালয়েশিয়া থেকেই দিল্লিতে দাঙ্গা লাগিয়ে দিল! মোদী সরকার কি তবে ঘুমিয়ে থাকে? এহেন প্রশ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগেরও দাবি উঠেছে। তবে সবেতেই জাকির যোগ একধরনের ম্যানিয়া হয়ে গিয়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!