Thursday, February 6, 2025
দেশফিচার নিউজ

জেজেপি-বিজেপি গাঁটছড়া! খট্টরই ফের হরিয়ানার মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন চৌতালা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শুক্রবার সন্ধ্যাবেলা দিল্লিতে বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছিলেন হরিয়ানায় জননায়ক জনতা পার্টির (জেজেপি) প্রধান দুষ্ম্যন্ত চৌতালা। রাতে অমিত শাহ জানালেন, তাঁরা দুষ্ম্যন্তের জেজেপি-র সঙ্গে জোট বেঁধে হরিয়ানায় সরকার গড়বেন। উপমুখ্যমন্ত্রী পদটি তাদের দেওয়া হবে। মুখ্যমন্ত্রী হবেন বিজেপি থেকেই।

বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে দুষ্ম্যন্ত চৌতালা বলেছিলেন, কংগ্রেস বা বিজেপি, কেউ তাঁর কাছে অচ্ছুৎ নয়। জেজেপির বিধায়কের সংখ্যা ১০। ভোটের ফল বেরোনর পর তিনি হরিয়ানার কিং মেকার হয়ে ওঠেন। শনিবার বিজেপির বৈঠকে খট্টরকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। তারপর তিনি রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!