দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা অভিযোগ করেছেন, জম্মু-কাশ্মীরকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ করার চেষ্টা করছে বিজেপি। এই কারণেই ডিলিমেটশন কমিশনের আলোচনা থেকে তাঁর দল সরে গিয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত এই মার্চে নয়া সেনসাস অনুযায়ী লোকসভা ও বিধানসভার নয়া ম্যাপ তৈরী করার জন্য কমিশন তৈরী করা হয়েছে। কিন্তু মে মাসে সেই সংক্রান্ত আলোচনা থেকে সরে আসে ন্যাশনাল কনফারেন্স। আবদুল্লা বলেন যে বিজেপির অভিসন্ধি হল হিন্দু সংখ্যাগরিষ্ঠ করে দেওয়া ভূস্বর্গ।
Tags:Farooq Abdullah