Saturday, March 15, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

বিনা অনুমতিতে শ্রাবন্তীর রোড শো, বাধা দেওয়ায় রঘুনাথপুরের আইসি-কে বেধড়ক মার বিজেপির

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপির রোড শো আটকাতে গিয়ে বিজেপির কর্মী-সমর্থকদের হাতে বেধড়ক মার খেলেন পুলিশ আধিকারিক! পুরুলিয়ার রঘুনাথপুরের এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ওই পুলিশ আধিকারিক।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রঘুনাথপুরে অনুমতি না নিয়েই রোড শো করছিল বিজেপি। ওই রোড শোতে ছিলেন দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি ও বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রোড শো ঘিরে ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

এই কারণেই বিনা অনুমতিতে রোড শো হওয়ায় বাধা দেয় পুলিশ। জানা গেছে, সেইসময় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে প্রথমে বচসা হয়। তার পর তা হাতাহাতির পর্যায়ে চলে যায়। মার খান এক আধিকারিক। ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

error: Content is protected !!