দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক শিক্ষিকার সঙ্গে সহবাসের অভিযোগ উঠল বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বুধবার ওই তরুণী হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন ওই বিজেপি নেতা।
অভিযোগকারিণী জানান, ২০১৫ সালে তিনি বিজেপিতে যোগ দেন। তখন ওই নেতার সঙ্গে তাঁর পরিচয় হয় এবং পরে ঘনিষ্ঠতা বাড়ে। তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন ওই নেতা। কিন্তু চার বছর কেটে গেলেও বিয়ে করেননি। এ নিয়ে কথা বলতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয় বলেও তরুণীর অভিযোগ।
এমনকি, ২০১৭ সালে দল থেকে তাঁকে ইস্তফা দিতে বাধ্য করার অভিযোগও এনেছেন ওই তরুণী। তাঁর দাবি, পরে ফের দলে যোগ দিলেও ২০১৯ সালে ওই নেতার চাপে আবারও ইস্তফা দেন তিনি। ৫০ হাজার টাকা নিয়ে তা ফেরত না-দেওয়ারও অভিযোগ এনেছেন তরুণী। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা রুজু করেছে।
এদিকে সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, নিজেকে নির্দোষ প্রমাণ করে আবার দলের দায়িত্ব নেবো। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‛আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। যেহেতু আমি দলে রয়েছি, তাই এখন পদত্যাগ করছি। যাতে পার্টির বদনাম না হয়।’ সোমনাথের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে