দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাংলার বিধানসভা নির্বাচনে ভরাডুবি হতেই অনলাইনে বাজার হারাচ্ছে বিজেপি। বিভিন্ন অনলাইন শপিং অ্যাপে বিজেপির জিনিসে দেওয়া হচ্ছে বিপুল ছাড়। কিন্তু তাতেও হচ্ছে না বিক্রি। বিজেপির উত্তরীয়, টি-শার্ট, পতাকা স্ট্যান্ড কিছুই হচ্ছে না বিক্রি। বিজেপির যে উত্তরীয় গুলি এপ্রিল মাসে ১৩৯৯ টাকা দামে বিক্রি হচ্ছিল তা এখন পাওয়া যাচ্ছে ২১০ টাকায়। এত কম দাম হলেও কেউ কিনছেন না। অথচ বাংলায় বিধানসভা ভোটের আগে বিজেপির উত্তরীয়, জামা কেনার হিড়িক ছিল দেখার মতো।
কেন্দ্রীয় নেতৃত্বের মিছিলে, সভায় যেতে হলে বিজেপির মোদি টি-শার্ট, টুপি, বড় পতাকা নিয়ে যাওয়ার চল ছিল। এখন বিজেপির জিনিস কম দামে পেলেও কেনার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। দলে দলে বিজেপি কর্মীদের একটা অংশ তৃণমূলে যোগ দিতে তৈরি। আরেকটা অংশ আক্রান্ত হয়ে ঘরবন্দি কিংবা ঘরছাড়া। এহেন পরিস্থিতিতে সামনে আসছে উত্তরপ্রদেশের মতো গোবলয়ের রাজ্যে বিধানসভা ভোট। কিন্তু সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি দেওয়া জামা, টুপি কিছুই হচ্ছে না বিক্রি। যত দিন যাচ্ছে বিজেপির জিনিসের চাহিদা কমছে। তবে বিজেপির নেতারা এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। করোনাকালে বিজেপির জিনিস বিক্রি হয়তো কিছুটা কমেছে। তাতে বিজেপির জনপ্রিয়তা একটুও কমেনি। মানুষ এখনও নরেন্দ্র মোদির পাশেই আছেন।