দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সরকার পরিচালিত কমিউনিটি কিচেনের মধ্যে থুতু ফেলে বিতর্কে জড়ালেন এক বিজেপি বিধায়ক। ঘটনাটি ঘটেছে গুজরাতের রাজকোটে। করোনার সংক্রমণ ঠেকাতে যখন দেশজুড়ে প্রকাশ্যে থুতু ফেলা নিষিদ্ধ করা হয়েছে। তখন এহেন ঘটনা প্রকাশ্য আসার পরেই সমালোচনা শুরু হয়েছে দেশজুড়ে।
এ প্রসঙ্গে রাজকোটের কংগ্রেস নেতা ভিরাল ভাট বলেন, ‛দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ লকডাউনের নিয়ম ভেঙে পুলিশের কাছে শাস্তি পাচ্ছেন। আর বিজেপির গুণ্ডারা যা ইচ্ছা তাই করছে। পাশাপাশি এই ঘটনা প্রমাণ করে দিয়েছে যে লকডাউনের জন্য যখন পানের দোকান বন্ধ তখন বিজেপির লোকেরা ঠিক নিজেদের নেশার জিনিস জোগাড় করে নিচ্ছে।’
Support Free & Independent Journalism