দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাংলায় একটিও আসন পাবে তো বিজেপি? রাজনাথের সভায় ফাঁকা মাঠ! কিসের ইঙ্গিত? এই প্রশ্ন ঘনিয়ে এসেছে তার কারণ শুক্রবার দুপুরে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সভা করেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাইস্কুল ময়দানে। কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী সভাস্থলেও মাঠ ভরেনি । অথচ প্রচারে খামতি ছিল না ।
অন্যদিকে বালুরঘাটে বিজেপি – র পরিবর্তন যাত্রায় রাজনাথ সিংয়ের হাঁটাও হয়নি। তিনি যাত্রার সূচনা করেই হেলিকপ্টারে উঠে যান। গান্ধীমূর্তির পাদদেশ থেকে যাত্রা শুরু হল , অথচ কেউ সেই মূর্তিতে একটা মালাও দিলেন না। মাঠ ভর্তি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিজেপি – র স্থানীয় নেতারা ।
এদিনের সভায় রাজনাথ সিং ও দলের রাজ্য সভাপতি দিলীপ ঘােষ ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরি , উত্তরবঙ্গের পর্যবেক্ষক অরবিন্দ মেনন , রাজ্য নেতা সায়ন্তন বসু , বালুরঘাট লােকসভার সাংসদ সুকান্ত মজুমদার ও অভিনেতা হিরণ চ্যাটার্জি ছিলেন।
রাজনাথ সিং বলেন , ক্ষমতায় এলে আগামী ৫ বছরেই রাজ্যের ভাগ্য বদলে দেব। সকলকে আবাস যােজনার ঘর , প্রত্যেক পরিবারে শৌচালয় , প্রতিটি পরিবারে উজলা যােজনার গ্যাস , প্রধানমন্ত্রী জনধন যােজনায় কৃষকদের । অ্যাকাউন্টে টাকা , এমনকী কেন্দ্রীয় স্বস্থাপ্রকল্পের সুযােগ করে দেওয়ার নানান প্রতিশ্রুতি দিতে ভােলেননি ।