দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গতবছরের ২১ ডিসেম্বর ভোটকুশলী প্রশান্ত কিশোর ট্যুইট করেছিলেন, বাংলায় আসনের নিরিখে দুই সংখ্যাও পেরোবে না বিজেপি। তাঁর কথা মনে রাখতে বলেছিলেন
আজ দুপুর ৩টে পর্যন্ত ৮১টি আসনে এগিয়ে বিজেপি। তৃণমূল এগিয়ে ২০৮টি আসনে। তাতে নিজেই নিজের ভবিষ্যদ্বাণীর কথা মনে করিয়ে দিলেন প্রশান্ত। রবিবার নিজের ট্যুইটার হ্যান্ডলে চার মাস আগের সেই ট্যুইটই একেবারে উপরে তুলে এনেছেন তিনি।