দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সিপিএমের মুখপত্র ‛গণশক্তি’ দেশ বিরোধী বক্তব্য প্রকাশ করেছে। এমনই অভিযোগ তুলে ‛গণশক্তি’ অফিসের সামনে বিক্ষোভ দেখতে হাজির হয়েছিল বিজেপির মহিলা মোর্চা। বিক্ষোভ দেখাতে মেরে কেটে শতখানেক মহিলারা মোর্চার কর্মী জমায়েত হলেন ঠিকই কিন্তু বিক্ষোভ দানা বাঁধার আগেই তাঁদের আটক করে নিয়ে যায় পুলিশ।
বৃহস্পতিবার থেকে একটি খবরের কাটিং নিয়ে সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র ‛গণশক্তি’র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। তারই অংশ হিসেবে আজ শনিবার এজেসি বোস রোডে ‛গণশক্তি’ দফতর ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল বিজেপির মহিলা মোর্চা। নেতৃত্বে ছিলেন সংগঠনের সভানেত্রী তথা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল।
এদিন বেলা সাড়ে ১২টা থেকেই রিপন স্ট্রিটের মোড়, জোড়া গির্জার সামনে জড়ো হতে শুরু করেছিলেন মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। যদিও বিক্ষোভ দেখাতে আসা অনেক মহিলার মোর্চার কর্মীই বলতে পারেননি তাঁরা কেন এসেছেন। বেলা দেড়টা নাগাদ অগ্নিমিত্রা পল আসেন জোড়া গির্জার সামনে। পরিস্থিতি বেগতিক হওয়ার আশঙ্কা করে মোট ৭০ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের ছেড়েও দেওয়া হয়।
এদিন সৌরিশ ভট্টাচার্য নামের এক যুব মোর্চার কর্মীকেও গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তিনি মহিলাদের মধ্যে ঢুকে উস্কানি দিচ্ছিলেন। যদিও তাঁর দাবি, যুব মোর্চার কর্মীর হিসেবে সংহতি জানাতেই তিনি এসেছিলেন। নেতৃত্বের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে এসেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অন্যায় ভাবে তাঁদের গ্রেফতার করেছে।