দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : চলতি মাসের গোড়ার দিকে মুম্বইতে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে জানা যায়, তিনি স্থানীয় বিজেপি নেতা। পুলিশ জানিয়েছে, ধৃত অনুপ্রবেশকারীর নাম রুবেল শেখ। সে জাল নথিপত্র নিয়ে ভারতে বাস করছিল। আসলে সে বাংলাদেশের নাগরিক।
উত্তর মুম্বইতে বিজেপির সংখ্যালঘু সেলের প্রধান ছিলেন ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী। শনিবার বিজেপির সাংসদ গোপাল শেট্টির সঙ্গে রুবেল শেখের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সাংসদ অবশ্য বলেছেন, “রুবেল শেখকে আমাদের সংখ্যালঘু সেলে নেওয়া হয়েছিল। সে আমার সঙ্গে একটি ছবি তোলে। কেউ যদি ভুল করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। তখন দেশ জুড়ে সিএএ বিরোধী আন্দোলন দানা বেঁধেছিল। সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নটি বারবার সামনে এসেছিল। দেখা গিয়েছিল, নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগও কাজ করছে।