দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপিতে কর্মীরাই সব! মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর কার্যত এই কথাই বলেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি কর্মীদের পাশে যে তিনি সবসময় রয়েছেন, সে বার্তা প্রায়শই শোনা যায় শুভেন্দু অধিকারীর গলায়। এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন এক বিজেপি কর্মী। শুভেন্দুকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েও কোনও সাড়া দেননি বিরোধী দলনেতা। এমন দাবি করে জনৈক বিজেপি কর্মীর স্ক্রিনশট শেয়ার করলেন বিজেপি নেতা তথাগত রায়। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।
দিবাকর দেবনাথ নামে এক বিজেপি কর্মী টুইটারে লিখেছেন, ‘আমি দুই পা বাড়িয়ে রেখেছিলাম হয়তো আমাদের মতো কর্মীদের দরকার নেই তাই বার বার ফোন কেটে দিয়েছেন। আপনারা তৃণমূলের থেকে আসা নেতা দের খুশি করতে ব্যস্ত তাই আমাদের কথা শোনার সময় নেই তাহলে আমরা কেনো আপনাদের নেতা মনে করে জীবন হাতে নিয়ে লড়াই করব?’ শুধু তাই নয়, শুভেন্দু, দিলীপ ও তথাগতকে ট্যাগ করেছেন তিনি। সেই সঙ্গে শুভেন্দুকে পাঠানো তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন।
উল্লেখ্য, বিজেপি নেতৃত্বের উপর ক্ষোভ প্রকাশ করেছেন তথাগত রায়। সম্প্রতি মুকুল রায়ের বিজেপি ত্যাগের পরও সরব হয়েছিলেন তথাগত। এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে অভিযোগ করলেন ওই বিজেপি কর্মী, তা উল্লেখযোগ্য বলে মনা করা হচ্ছে।
আমি দুই পা বাড়িয়ে রেখেছিলাম হয়তো আমাদের মতো কর্মীদের দরকার নেই তাই বার বার ফোন কেটে দিয়েছেন। আপনারা তৃণমূলের থেকে আসা নেতা দের খুশি করতে ব্যস্ত তাই আমাদের কথা শোনার সময় নেই তাহলে আমরা কেনো আপনাদের নেতা মনে করে জীবন হাতে নিয়ে লড়াই করবো ?@tathagata2 @SuvenduWB @DilipGhoshBJP pic.twitter.com/cMz13Vw3Bu
— Dibakar Debnath (@Dibakar65112523) June 15, 2021
এর আগে, বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। হুগলি ও আসানসোলে দিলীপ ঘোষের বিজেপি বৈঠকে তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়। বৈঠক চলাকালীন দিলীপ ঘোষের সামনেই উত্তেজনা তৈরি হয়। ‘ভিতরে ঢুকতে না দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে দরজা’, অভিযোগ দলীয় কর্মীদের একাংশের। ‘মার খেয়েছি আমরা, কেন ঢুকতে দেওয়া হবে না বৈঠকে?’ এ নিয়ে জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করেন কয়েকজন। অন্যদিকে, বৈঠকে যোগ দিয়ে দিলীপ বলেন, ‘যাঁরা আমন্ত্রিত, শুধু তাঁরাই থাকবেন’। এই ঘটনার আগে জেলা সভাপতিকে অপসারণের দাবিতে বিক্ষোভ হয় চুঁচুড়ায়। বিক্ষোভের মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। হুগলিতে জেলা সভাপতিকে অপসারণের দাবিতে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ চলাকালীন ভিতরেই ছিলেন দিলীপ। পরে তিনি বেরিয়ে আসার সময়ও বিক্ষোভ চলে।বিক্ষোভকারীদের দাবি, জেলা নেতৃত্ব অযোগ্য। তাঁদের জন্যই বিধানসভায় এই ফলাফল হয়েছে। হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ও টাকা খেয়ে বিকিয়ে গিয়েছেন, এমন গুরুতরও অভিযোগও তোলা হয়।