Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

নাগরিকত্ব আইন নিয়ে এনডিএতে ফাটল, সুপ্রিমকোর্টে যাচ্ছে বিজেপির জোটসঙ্গী অগপ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে অসমে বিজেপির জোটসঙ্গী অসম গণ পরিষদ (অগপ)। এমনকি এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করারও সিদ্ধান্ত নিয়েছে অগপ নেতৃত্ব। মোদী-শাহের সঙ্গে বৈঠকে কোনও সমাধান না হলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর কথাও ভাবছে অগপ নেতৃত্ব।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার সময় বিজেপিকে সমর্থন করেছিল অগপ। কিন্তু এখন তাদের মনে হয়েছে এই সিদ্ধান্ত নেওয়া ভুল হয়েছে। সূত্রের খবর, শনিবার নিজেদের মধ্যে বৈঠক করে অসম গণ পরিষদ। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে অসমের মানুষের মন বুঝতে ভুল করেছে তারা। তাই নিজেদের ভুল শোধরানোর জন্য দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে তারা।

অসমে সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বাধীন সরকারের জোটসঙ্গী অসম গণ পরিষদ। অসমের মন্ত্রিসভায় তাদের তিন মন্ত্রীও রয়েছে। জানা গিয়েছে, নাগরিকত্ব আইনের ক্ষেত্রে বিজেপির সমর্থন করার পরে অগপর মধ্যে বিভেদ দেখা দিয়েছে। দলের অনেক নেতা নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁদের অভিযোগ, অসমের মানুষের মন বুঝতে ব্যর্থ হয়েছে অগপ।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!