Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

রক্তচাপ বাড়ল বিজেপির! কৃষি বিল ইস্যুতে এনডিএ ছাড়ার হুমকি শরিকের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নতুন কৃষি আইনের বিরোধিতা করে কয়েকমাস আগেই এনডিএ ছেড়েছে অকালি দল। এবার বিজেপি জোটের আরও এক শরিক রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি দাবি তুলল, যে তিনটি কৃষি আইন নিয়ে দিল্লিতে কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছেন, সেগুলি অবিলম্বে বাতিল করতে হবে।

আরএলপি-র তরফে রাজস্থানের সাংসদ হনুমান বেনিওয়াল বলেছেন, দাবি না মানলে তাঁরা এনডিএ ছেড়ে বেরিয়ে যাবেন। বেনিওয়াল ট্যুইট করে বলেন, “কৃষকদের আন্দোলনের প্রতি সারা দেশের মানুষের সমর্থন আছে। তাই নতুন তিনটি আইন অবিলম্বে বাতিল করা উচিত। স্বামীনাথন কমিশনের সুপারিশগুলিও মেনে নেওয়া উচিত।”

পরে বেনিওয়াল লিখেছেন, “আমাদের দল এনডিএ-র শরিক। এই দলের প্রধান শক্তি কৃষক ও জওয়ানরা। আমাদের ভেবে দেখতে হবে আমরা আর এনডিএ-র শরিক থাকব কিনা।” আরএলপি-র সাংসদ কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, হরিয়ানা বা দিল্লির প্রতিবেশী অপর কোনও রাজ্য যেন কৃষকদের ওপরে দমনপীড়ন না চালায়।

 

Leave a Reply

error: Content is protected !!