দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হরিয়ানার উপনির্বাচনে হেরে গেলেন অলিম্পিক পদক জয়ী যোগেশ্বর দত্ত। এই নিয়ে দ্বিতীয়বার ভোটে হারলেন তারকা কুস্তিগীর। হরিয়ানার বরোদা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন যোগেশ্বর। হারলেন কংগ্রেস প্রার্থী ইন্দুরাজ নারওয়ালের কাছে।