দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রে কংগ্রেস, এনসিপি এবং শিবসেনার জোট সরকার হবে। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। শুক্রবার রাতে একথা জেনেই ঘুমাতে গিয়েছিল দেশবাসী। শনিবার সকালে দেশের সবকটি দৈনিক সংবাদপত্রে ঢালাও করে সেটাই প্রকাশিত হয়েছে।
কিন্তু সকাল হতেই পাল্টে গিয়েছে খেল। সাত সকালে মুম্বইয়ের রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ।
উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন এনসিপি নেতা তথা শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার। তাঁদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি। মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন চলছিল। এ দিন রাজভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর জানানো হয় যে, রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন