দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‛রাজ্যের মানুষকে সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আপনাকে ধন্যবাদ’, এমনটাই জানিয়ে শুক্রবার রাজ্যের মন্ত্রীত্বের পদ থেকে পদত্যাগ করেন শুভেন্দু অধিকারী। তার পর থেকেই রাজ্য রাজনীতি উতলা হয়ে উঠেছে। তৃণমূল ছেড়ে শুভেন্দু কোন দলে যোগ দিবেন। যদিও এখনো পর্যন্ত তৃণমূল ছাড়েননি শুভেন্দু। কিন্তু তার আগেই বিজেপি শুভেন্দুকে গেরুয়া শিবিরে ওয়েলকাম জানিয়েছে।
আর এই নিয়ে গেরুয়া শিবিরকে বিনজির আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “বিজেপি হল নোংরা দল, ছোটলোকের দল, বর্বর দল, ভিখারিদের দল। এরা এরকম ভাবে থাকবে। এদের পাত্তা দেওয়ার দরকার নেই। আমরা রাজনৈতিকভাবে রুখে দাঁড়াব।”