Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

মুসলিম বলে দেখা করতে আসেননি বিজেপির লকেট, ক্ষুব্ধ বজ্রাঘাতে মৃত হারুন রশিদের পরিবার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পোলবার দাদপুর ব্লকের মহানাদ বাগানপাড়া বাসিন্দা হারুন রশিদ। সোমবার মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁর ৷ রাজ্য সরকারের ঘোষণা মতো দুর্ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যেই অনুদান পায় তাঁর পরিবার ৷ কিন্তু হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের আসার কথা থাকলেও তিনি আসেননি ৷ আর ঠিক সেকারণেই মৃতের পরিজনরা ক্ষুব্ধ হয়েছেন বিজেপি নেত্রীর উপর ৷

মৃতের পরিবারের অভিযোগ , লকেট চট্টোপাধ্যায়ের দেখা করতে আসার কথা ছিল ৷ সেইমতো দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও তিনি আসেননি ৷ কিন্তু সপ্তগ্রামের বিধায়ক এসে খাদ্যসামগ্রী ও রাজ্য সরকারের আর্থিক অনুদান দিয়ে যান ৷ এরপর সাংসদের যদি আসার হয় আসবেন ৷ নাহলে না ৷

হারুন রশিদের স্ত্রী রেজিনা খাতুন বলেন, “আমার এক মেয়ে ও এক ছেলে আছে। মেয়ে দশম শ্রেণীতে পড়ে। অসুস্থ শ্বশুর আছেন ৷ আমার জন্য না , পরিবারের কথা ভেবে, ছেলে-মেয়ের কথা ভেবে প্রধানমন্ত্রীর দেওয়া দু-লাখ টাকা নেব আমি । বিধায়ক স্যার , থানার বড়বাবু সকলেই এসেছিলেন ৷ আমার ছেলে-মেয়ের দায়িত্ব নেওয়ার কথা বলেও গিয়েছেন ৷ কিন্তু লকেট চট্টোপাধ্যায় আসেননি ৷ ”

 

ঘটনা প্রসঙ্গে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, “আজ বজ্রপাতে মৃত এবং আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে সিঙ্গুর এবং সাটিথান গিয়েছিলাম। আমরা জানি যে কেন্দ্রীয় সরকার বজ্রপাতে মৃত পরিবারে দু’লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছেন। কিন্তু আমরা মহানাদি হারুন রশিদের পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারিনি। তাই নির্দিষ্ট দিনে যাওয়ার কথা থাকলেও যাওয়া হয়নি ৷ কিন্তু অবশ্যই আমি ওনার বাড়ি যাব। কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম সাহায্য যাতে তাঁরা পান তার ব্যবস্থা করব।”

 

Leave a Reply

error: Content is protected !!