Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মোদীর ভবিষ্যৎ অন্ধকার? অমিত শাহের মন্তব্য লুকোতে সাংবাদিকদের ফোন করে অনুরোধ বিজেপির!

ছবি : সংগৃহিত

নয়াদিল্লি, ০৩ নভেম্বর: ২০২৪ সালে কেন্দ্রে ফের নরেন্দ্র মোদী সরকার চাইলে ২০২২ সালে যোগী আদিত্যনাথ সরকারকে ক্ষমতায় ফেরাতে হবে উত্তরপ্রদেশে। গত শুক্রবার এমনই মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে শাহের এই মন্তব্য ঠিক নয় বলেই মনে করছে বিজেপি। লখনউতে শাহ এই মন্তব্য করার পরেই নাকি নড়েচড়ে বসে বিজেপি-র মিডিয়া সেল।

ধরে ধরে গেরুয়া শিবিরের খবরের দায়িত্বে থাকা বিভিন্ন সাংবাদিকদের নাকি ফোন করে ওই মন্তব্য প্রচার না করতে অনুরোধ করা হয়। একান্ত প্রচার করতে হলেও সেটাকে যেন বড় না দেখানোর আর্জি জানানো হয়। সক্রিয় হয়ে ওঠেন লখনউয়ের পাশাপাশি দিল্লির নেতারাও। সাংবাদিকদের এই ধরনের ফোন পাওয়ার কথা সোমবার প্রকাশিত হয়েছে এক সর্বভারতীয় অনলাইন সংবাদমাধ্যমে।

বিজেপি-র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি শাহকে এখনও দলের ‘সেকেন্ড ইন কমান্ড’ মনে করা হয়। সরকারের মতো দলেও তিনি মোদীর পরেই। কিন্তু সেই শাহর বলা কথাই অস্বস্তি ফেলে বিজেপি-কে। কারণ, বিজেপি শিবিরের বড় অংশের বক্তব্য, শাহ এই মন্তব্য করে মোদী এবং যোগী দু’জনের সম্পর্কেই জনমানসে ভুল ধারণা তৈরি করে দিয়েছেন। মোদীর বিরোধিতায় কংগ্রেস-সহ বিরোধীরা যখন এককাট্টা হতে চাইছে সেই সময়ে অমিত এই মন্তব্য করে কার্যত দলের দুর্বলতা সামনে এনে ফেলেছেন।

 

Leave a Reply

error: Content is protected !!