Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

বাঙালিকে ‘‌বাংগালী’‌ বলে ফেসবুকে ফের গণহারে ট্রোল্‌ড বিজেপির রুদ্রনীল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাঙালিকে ‘‌বাংগালী’‌ বলে ফেসবুকে ফের ট্রোল্‌ড বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। বুধবার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেছেন তিনি। একটি ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এবং আর একটি ছবিতে ধরা পড়েছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে আরএসএস প্রধান মোহন ভাগবতের সাক্ষাতের মুহূর্ত। এবং সেই পোস্টে রুদ্রনীল লিখেছেন, ‘‌‌এই দুই বাংগালীর স্ট্রাগল, পরিশ্রম, বিচক্ষণতা, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত অনেক মানুষকে সাহস দেয়! নতুন ভাবে ভাবতে শেখায়!’

আর ‘‌বাঙালি’‌ শব্দের অবাঙালি উচ্চারণ মেনে শব্দটি নিজের পোস্টে লিখে নেট–নাগরিকদের কটাক্ষের মুখে পড়েছেন রুদ্রনীল। ছেড়ে কথা বলেননি তৃণমূল নেতা তথা তৃণমূলের অন্যতম মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যও। তিনি একযোগে রুদ্রনীল ও বিজেপি–কে আক্রমণ করে কমেন্টে লিখেছেন, ‘‌প্রকৃত অর্থে বিজেপি–র গুণ আরোহণ করেছেন বোঝাই যাচ্ছে! ‘‌বাংগালী’‌ আবার কী? ওদের ‘‌বঙ্গাল’‌ থেকে অনুপ্রাণিত নাকি?’‌ জনৈক নওয়াজ শরিফের কটাক্ষ, ‘‌আচ্ছা বাঙালি নয়, বাংগালী ! বাহ্।’‌

এর আগে ভিক্টোরিয়ায় নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে তোলা সেলফি পোস্ট করে ফেসবুকে ট্রোলের সম্মুখীন হয়েছিলেন টলিউডের এই অভিনেতা। সেই পোস্টে তিনি প্রধানমন্ত্রীর নাম প্রথমে লিখেছিলেন ‘‌নরাদ্র মোদী’‌ এবং পরে সংশোধন করে লেখেন ‘‌নরেদ্র মোদী’‌। শেষে অবশ্য তা একেবারে সংশোধন করে প্রধানমন্ত্রীর নামটা ঠিকই লিখেছিলেন সদ্য বিজেপি–তে যোগ দেওয়া এই নেতা।

 

 

 

 

 

Leave a Reply

error: Content is protected !!