Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বাবরি ধ্বংস মামলা, সিবিআই আদালতে হাজিরা দিলেন উমা ভারতী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাবরি মসজিদ ধ্বংস মামলায় প্রবীণ বিজেপি নেত্রী উমা ভারতী বৃহস্পতিবার হাজিরা দিলেন সিবিআই-এর বিশেষ আদালতে। ৬১ বছরের বিজেপি নেত্রী উমা ভারতী বাবরি ধ্বংসের মামলায় ১৯ নম্বর অভিযুক্ত। আদালত এখন ৩২ জন অভিযুক্তের বিবৃতি নথিভুক্ত করছে। এরপরে সাক্ষীদের জেরা করা হবে।

বাবরি মামলায় অভিযুক্তদের অন্যতম হলেন প্রাক্তন দুই কেন্দ্রীয় মন্ত্রী লালকৃষ্ণ আডবানী ও মুরলীমনোহর যোশি। উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং-ও আছেন অভিযুক্তের তালিকায়। তাঁদের আইনজীবীরা জানিয়েছেন, তাঁরা ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আদালতের সামনে বক্তব্য পেশ করতে চান।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!