Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‛বিজেপি-র ভ্যাকসিন’ মানুষকে নপুংসক করবে! ‛করোনা টিকা’ নিয়ে গুরুতর অভিযোগ সমাজবাদী পার্টির

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বের সঙ্গে ভারতও মুখিয়ে রয়েছে কবে ক‍রোনার ভ‍্যাকসিন আসবে। যদিও ভারতে একাধিকবার ট্রায়াল চালানোর পর কিছুদিনের মধ্যে ভ‍্যাকসিন আসবে বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ‍্যমন্ত্রক। কিন্তু এমন সময় করোনার ভ‍্যাকসিন নিয়ে গুরুতর অভিযোগ করল সমাজবাদী পার্টি। তাদের অভিযোগ দেশের মানুষকে করোনার ভ‍্যাকসিন দিয়ে মোদী সরকার নপুংসক করতে চাইছে।

শনিবার সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব কোভিড টিকাকে “বিজেপি-র ভ্যাকসিন” বলে কটাক্ষ করে তিনি জানান, “আপাতত আমি ভ্যাকসিন নেব না। কী করে বিজেপির ভ্যাকসিনকে বিশ্বাস করব? আমাদের দল ক্ষমতায় আসলে সকলে বিনা পয়সায় টিকা পাবে৷ বিজেপি-র টিকাকরণ কর্মসূচিকে বিশ্বাস করা যায় না৷”

অখিলেশের মন্তব্যের পরেই তাঁর দলের নেতা আশুতোষ সিনহা আরও এক ধাপ এগিয়ে মন্তব্য করেন৷ তিনি বলেন করোনার টিকা নপুংসকতা ডেকে আনতে পারে৷ আশুতোষ জানান, “সম্মানীয় অখিলেশ যাদব যদি এখন টিকা না নিতে চান, তাহলে বুঝতে হবে বিষয়টা গুরুতর৷ উনি নিশ্চই কোনও তথ্যের ভিত্তিতে বলেছেন৷ হতে পারে করোনা টিকার মধ্যে ক্ষতিকারক কিছু আছে৷ হয়তো কাল মানুষ এটাও বলবে যে, করোনা টিকা দেওয়া হয়েছে মানুষ মেরে জনসংখ্যা কমানোর জন্য৷ এমনকী নপুংসকও করে দিতে পারে৷ বিজেপি সরকারকে কোনও বিশ্বাস নেই৷”

যদিও এই সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ভিজি সোমানি৷ রবিবার সাংবাদিক বৈঠক করে ডিসিজিআই দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকা ও সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি কোভিশিল্ডের পাশাপাশি ভারত বায়োটেকের কোভ্যাকসিন ব্যবহার করা একশ শতাংশ নিরাপদ৷ করোনা টিকা দিলে নপুংসক হয়ে যাওয়ার তত্ত্বও একেবারে ভিত্তিহীন।

এদিন ডাক্তার সোমানি বললেন, “পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার পরেই সিডিএসসিও বিশেষজ্ঞ কমিটির সুপারিশকে গ্রহণ করেছে৷ মেসার্স সিরাম ও মেসার্স ভারত বায়োটেককে অনুমোদন দেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে এই টিকা ব্যবহারের জন্য৷ যদি করোনা টিকা নিয়ে আমাদের বিন্দুমাত্র উদ্বেগের কারণ থাকত, তাহলে আমরা এই টিকার অনুমোদনই দিতাম না৷ এই দু’টি ভ্যাকসিন একশ শতাংশ নিরাপদ৷ হাল্কা জ্বর, ব্যথা ও এলার্জির মতো পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনও টিকার ক্ষেত্রেই অত্যন্ত সাধারণ ব্যাপার৷ করোনা টিকা নিলে নপুংসক হয়ে যাওয়ার কথাও একেবারে ভিত্তিহীন৷”

Leave a Reply

error: Content is protected !!