নয়াদিল্লি, ১৯ নভেম্বর: ‛আন্দোলন এখনই থামবে না না, আমরা সেই দিনের জন্য অপেক্ষা করব যেদিন সংসদে কৃষি আইন বাতিল হবে। কৃষকদের অন্যান্য সমস্যার পাশাপাশি ন্যূনতম সহায়ক মূল্য নিয়েও কথা বলতে হবে।’ প্রধানমন্ত্রীর কৃষক আইন বাতিলের ঘোষণার পর এ দিন এমনটাই ট্যুইট করে জানিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত।
आंदोलन तत्काल वापस नहीं होगा, हम उस दिन का इंतजार करेंगे जब कृषि कानूनों को संसद में रद्द किया जाएगा ।
सरकार MSP के साथ-साथ किसानों के दूसरे मुद्दों पर भी बातचीत करें : @RakeshTikaitBKU#FarmersProtest
— Rakesh Tikait (@RakeshTikaitBKU) November 19, 2021