দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দমদম বিমানবন্দর থেকে কলকাতার রাজপথ, দিল্লি কাণ্ড নিয়ে অমিত শাহ গো ব্যাক স্লোগানে মুখরিত সর্বত্রই। ছেয়েছে কলোপতাকা ও কালো বেলুনেও।
শহিদ মিনারে সভা করার জন্য কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তার আগে শহরেই পা রাখতেই বিক্ষোভের মুখে পড়তে হয় অমিত শাহকে।
এদিন কৈখালি, পার্ক সার্কাস, বেকবাগান, সন্তোষপুর, এন্টালি, ধর্মতলা-সহ একাধিক জায়গায় দফায় দফায় বিক্ষোভ দেখান বাম কংগ্রেসের কর্মী-সমর্থকরা। শহরের একাধিক জায়গায় বিক্ষোভ শুরু করেন বিরোধীরা। বিক্ষোভ শুরু হয় ধর্মতলা চত্বরেও।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps