নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, তমলুক: মুখে কালো ফিতে, হাতে মোমবাতি নিয়ে হাথরস কাণ্ডের তীব্র প্রতিবাদ জানাল ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও)। রবিবার এসআইও’র তমলুক শাখার পক্ষ থেকে নিমতৌড়ি চৌরাস্তা মোড়ে প্রায় ৩৫ মিনিট মুখে কালো ফিতা বেঁধে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানায় নন্দকুমার ব্লকের তমলুক শাখা। এদিনের প্রতিবাদে অংশগ্রহণ করেন এসআইও’র প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সারওয়ার হাসান,ব্লক সভাপতি সেক সামাঊল আলী প্রমুখ সহ কর্মীবৃন্দরা।