সাকিব হাসান, দৈনিক সমাচার, সোনারপুর: রক্তদান শিবিরের আয়োজন করল সোনারপুর জিআরপি (গভর্মেন্ট রেলওয়ে পুলিশ)। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর জিআরপি প্রধান প্রশাসক ঋকবেদ সাহা তৎসহ উপস্থিত ছিলেন এসআই কিশোর লাল দাস সহ অন্যান্য উর্দ্ধতন কর্তৃপক্ষ। এদিন রক্তদান করেন ৭৫ জন রক্তদাতা। মূলত করোনা এবং বিভিন্ন সময়ে রক্তের প্রয়োজন কে অগ্রাধিকার দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোনারপুর রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে।
Tags:Blood Donation Camp