Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

লকডাউনে রক্তশূন্য ব্ল্যাড ব্যাঙ্ক, ঘাটতি পূরণে রক্তদান শিবির করল এসআইও তমলুক শাখা

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, তমলুক : লকডাউনের কারনে চারিদিকে এখন রক্তের অভাব। এই অভাব মেটাতে স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার (এসআইও) পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শাখার পক্ষ থেকে শনিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

তমলুকের উত্তর সোনামুইতে আয়োজিত এই রক্ত দান শিবির পরিচালনা করেন নন্দকুমার ব্লকের সভাপতি সেক সামাউল আলি। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এসআইও’র প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সারওয়ার হাসান, আমিনুল ইসলাম প্রমুখ।

সংগঠনের জেলা সভাপতি সেক ওলিদ আলি বলেন, ‛আমি জেলার সমস্ত ব্লকের সাথে আলোচনা করেছি যাতে আরো অনেক বেশি রক্ত দান শিবিরের ব্যবস্থা করা যায়।’ জেলা সম্পাদক রুহুল কুদ্দুস এই সংকটময় পরিস্থিতিতে সমস্ত ছাত্র যুব সংগঠন গুলিকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!