দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আগামিকাল ঈদ। আর ঈদের আগে এক হিন্দু মায়ের প্রাণ বাঁচাতে বোলপুর থেকে সিউড়ি ছুটে এলেন শিক্ষক নুরুল হক। রবিবার দুপুরে নুরুল খবর পান সিউড়িতে স্বস্তিক হাসপাতালে ভর্তি রয়েছেন এক মহিলা, বয়স ৬০ ছুঁইছুঁই। ক্যান্সার আক্রান্ত। অপারেশন করতে হবে তার।
খবর পাওয়া মাত্রই তিনি যোগাযোগ করেন রোগীর আত্মীয়দের সঙ্গে। বোলপুর থেকে সিউড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে আসেন তিনি এবং রক্ত দান করেন। নুরুলের কথায়, ঈদের আগে এই রক্তদান করতে পেরে এবং একজন মায়ের প্রাণ বাঁচাতে পেরে আমি খুশি।