দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা শহর। মিছিল আটকাতে রাস্তায় রাস্তায় ব্যারিকেড, কমব্যাট ফোর্স নিয়ে তৈরিই ছিল পুলিশ। নবান্ন বন্ধ। তবুও বিজেপির নবান্ন অভিযান ঘিরে অশান্তি এড়ানো গেল না।
বিজেপির আন্দোলনে রণক্ষেত্রের চেহারা নিল শহরের রাজপথ। জি টি রোড, হেস্টিংস, হাওড়া ময়দান সংলগ্ন এলাকায় মিছিলকে কেন্দ্র করে তুলকালাম বাঁধে। পুলিশের যাবতীয় হুঁশিয়ারি রুখে মারমুখী হয়ে ওঠে বিক্ষোভকারীরা। শুরুটা হয় সাঁতরাগাছিতে।
হাওড়ায় এক বিজেপি সমর্থকের কাছ থেকে পিস্তল উদ্ধার হয়, তাঁর নাম বলবিন্দর সিংহ। তিনি অর্জুন সিংহের শিবিরের লোক বলে জানিয়েছে পুলিশ। পুলিশের মারে বিজেপি নেতা অরবিন্দ মেনন আহত হন। বিভিন্ন জায়গায় বিজেপির বহু কর্মীই আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
বড়বাজারে বিজেপির মিছিলে পুলিশের লাঠিচার্জ হয়। অভিনেত্রী তথা বিজেপির রাজ্য সম্পাদিকা শর্বরীকে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ। পুলিশ তাঁর শাড়ি ছিঁড়ে দিয়েছে এবং তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।
হেস্টিংসে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের। হাওড়া ব্রিজে ইটবৃষ্টি বিজেপি সমর্থকদের। বোমাবাজি হাওড়া ময়দানে। সদর দফতর থেকে হাওড়া ব্রিজে ওঠার মুখে বিজেপির মিছিল পৌঁছালে ব্যারিকেড ভেঙে ব্রিজে ওঠার চেষ্টা করে বিজেপি কর্মীরা। জলকামান চালিয়ে বিক্ষোভকারীদের হঠানোর চেষ্টা করে পুলিশ। হাওড়া ময়দানে বিক্ষোভ চলাকালীন বোমাবাজি, জিটি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। লাঠির আঘাতে রাকেশ সিংহেরও মাথা ফেটেছে বলে অভিযোগ, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রক্তবমি করায় অ্যাপোলোয় নিয়ে যাওয়া হয় রাজু বন্দ্যোপাধ্যায়কে। সাঁতরাগাছিতে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙেছেন বলে অভিযোগ। অর্জুন সিংহ এবং লকেট চট্টোপাধ্যায় এর নেতৃত্বে হেস্টিংস মোড়ে অবস্থান বিজেপির। তাতে যোগ দেন ভারতী ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীয়।
সাঁতরাগাছিতে বিক্ষোভকারীদের উপর পুলিশ রং মেশানো জল ছুড়েছে বলে জানা গিয়েছে। হাওড়া ময়দানে এক বিজেপি কর্মীর কাছ থেকে উদ্ধার ৯ এমএম পিস্তল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরর উপরেও লাঠিচার্জ হয় বলে খবর।