Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

রোজগার চাইলেই মানুষকে ধর্মের নেশা ধরিয়ে দাও! মোদী সরকারকে কটাক্ষ বক্সার বিজেন্দরের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মোদী সরকারকে কটাক্ষ করলেন বক্সার বিজেন্দর সিং। দেশের মুখ উজ্জ্বল করা এই বক্সার ট্যুইটে বলতে চেয়েছেন, দেশে যখনই রোজগার নিয়ে কথা নয়, তখনই জনতাকে ধর্মের নেশা ধরিয়ে দেওয়া হয়। কিন্তু এই পরিস্থিতি আর চলবে না বলেও হুংকার ছেড়েছেন তিনি।

ট্যুইটারে বিজেন্দর লেখেন, ‘জনতা রোজগার চাইলেই ধর্মের নেশা ধরিয়ে দাও। কিন্তু আর তা চলবে না। রোজগার চাই।’ উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়ে হেরেছিলেন বিজেন্দর সিং। কিন্তু তা নিয়ে কোনও আক্ষেপ নেই। বিজেন্দর আগেই জানিয়েছিলেন, ‛রাজনীতিতে যোগ দিয়ে আমার কোনও আক্ষেপ নেই।’

 

Leave a Reply

error: Content is protected !!