দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সময় যত গড়াচ্ছে, ভোট ব্যবধানে ক্রমেই এগিয়ে যাচ্ছেন জো বাইডেন। ইতোমধ্যেই জয়ের সুবাস পেতে শুরু করেছেন তিনি। ফলে কপাল পুড়ছে ডোনাল্ড ট্রাম্পের।
গণনার শুরু থেকেই পপুলার ভোটে এগিয়ে ছিলেন ডেমোক্র্যট প্রার্থী জো বাইডেন। ইলেকটোরাল কলেজ ভোটেও অনেকটাই এগিয়ে তিনি। ফল বাকি থাকা পাঁচ রাজ্যের মধ্যে এখনও তিনটিতে এগিয়ে বাইডেন। এর মধ্যে মাত্র একটিতে জিতলেই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হচ্ছেন তিনি।
দ্য গার্ডিয়ানের সবশেষ তথ্যমতে, জর্জিয়ায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে ৪ হাজার ২২৪ ভোটে এগিয়ে রয়েছেন জো বাইডেন। সেখানে এখনও ৫০ হাজারের মতো ভোট গণনা বাকি। তবে আশা রয়েছে ট্রাম্পেরও। কোনওভাবে যদি তিনি ফল বাকি থাকা পাঁচটি রাজ্যেই জিততে পারেন, তবে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।