দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। আগামী একদিন তিনি কোনো প্রচার করতে পারবেন না। সোমবার রাত আটটা থেকে আগামিকাল আটটা পর্যন্ত প্রচার করতে পারবেন না তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।
কমিশনের তরফে জানানো হয়েছে, সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ভাগ না করানোর জন্য মমতা যে আর্জি জানিয়েছিলেন, তাতে সন্তোষজনক উত্তর দেননি তৃণমূল সুপ্রিমো। আংশিকভাবে উত্তর দিয়েছিলেন।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, স্বেচ্ছাচারী, হিটলারি কায়দায় ভোট করতে চাইছে নির্বাচন কমিশন। বুলেটের ডগায় রেখে ভোট করানো হচ্ছে। মমতা সেই কাজের প্রতিবাদ করা বিজেপির রাজনীতি দিয়ে তাঁকে থামানোর চেষ্টা করা হয়েছে। নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। বাংলার মানুষ ভোটের মাধ্যমে এই কাজের জবাব দেবেন।